Monday, June 15, 2015

খুব সহজে পেয়োনিয়ার কার্ড হাতে পাবার উপায়।

http://share.payoneer-affiliates.com/v2/share/6159758033817990691

কীভাবে পেয়োনিয়ার একাউন্ট করবেন তার উপরে সহস্র পোস্ট একটু সার্চ করলেই পাবেন। তাহলে বলতে পারেন, নতুন করে এই বিষয়ে পোস্ট দেবার মানে কী?
হ্যা, কারন হচ্ছে যে কেউ পেয়োনিয়ার একাউন্ট তৈরী করতে পারেন কিন্তু কার্ড সবাই হাতে পান না। পেয়োনিয়ার কার্ড হাতে পাবার সবচেয়ে সহজতম উপায় আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে কিছু জেনে নেয়া যাক।

পেয়োনিয়ার একাউন্ট খুলতে করণীয় বিষয় সমূহ

আপনারা যারা ইরোর মেসেজ অথবা কোন এপ্রুভাল পান নাই, আবার অনেকে এপ্রুভাল পাওয়ার পরও কার্ড আসছে আসছে তো ৩/৪ মাস পার হবার পরও কোন খবর নাই তারা কার্ড পাওয়ার আসা বাদ দিয়ে সাপোর্টে কথা বলে দেখেন তারপরও যদি কোন সুরাহা না হয় তাহলে আমার কথা শুনেন-

সোমবার সকাল একদম সঠিক ০৮.০০ টার পর কার্ড এপ্লাই করার জন্য ওদের ওয়েবসাইটে যান। রেফারেল লিংক ইউজ না করলে কার্ড হাতে পাবার সম্ভাবনা ক্ষীন। আর রেফারেল লিংক যেমন আমার লিংকে ক্লিক করে যদি আপনি একাউন্ট করেন তাহলে আপনি পাবেন ২৫ ডলার আমিও পাব ২৫ ডলার। কিন্তু আছে একটা। আপনি একাউন্ট এপ্রুভ হবার পর নূন্যতম ১০০ ডলার লেনদেন বা কোন ইউ এস কম্পানি যেমন ক্লিকব্যাংক/ক্লিকসিউর/জেভিযু/যেকোন সিপিএ মার্কেটপ্লেস থেকে পেমেন্ট নিতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পর পার্সোনাল ডিটেইলসে নাম, ইমেইল এবং ন্যাশনাল আইডি বা NID অনুযায়ী ডেট অব বার্থ দিতে হবে। তারপর যে ভাবে ফরম ফিল আপ করতে বলে সেভাবে করে নেন। আপনার ঠিকানাটা ঠিক মত দেন। আপনি যদি আগে কোন 
NID দিয়ে এপ্লাই করে থাকেন সেটা আর ভুলেও এপ্লাই করবেন না ২য় বার। অন্য NID ব্যবহার করবেন। নিজের না থাকলে বাপ/চাচা/খালু/ফুফু কারও কাছে থেকে ধার করে নিয়ে স্ক্যান করবেন। সেই মোতাবেক ঠিকানা দিবেন। কার্ড ডেলিভারি এড্রেসে আপনি প্রোপারের মানে শহরের ঠিকানা দিন। শহরের ঠিকানা সাধারনন রোড নং/বাড়ী নং থাকে, এই জন্যও আসতেও অনেক সুবিধা। এইভাবে ঠিকানা দিবেন। তারপর আল্লাহ ভরসা বলে এপ্লাই করবেন। তারপর কনফারমেশন আসবে মেইলে কিছুক্ষন পর এবং বলবে NID আপ্লোড করতে। ওদের দেওয়া লিংকে ক্লিক করে NID আপ্লোড করে দিবেন। যেভাবে যে টাইমে করতে বল্লাম ঠিক এই ভাবে যদি করেন তাহলে সর্বোচ্চ ৫/৬ দিনের মাথায় একাউন্ট একটিভ হবে এবং কার্ড আসার একটি টাইম দিবে। ঠিকানা যদি শহরের দেন এরপরে ইনশাল্লাহ সর্বোচ্চ ১৪ দিনের মাথায় কার্ড হাতে পাবেন।
কঠিন কিছুই না, অত্যন্ত সহজ যদি ধাপে ধাপে আপনার সঠিক তথ্য দিতে পারেন।
ভাল থাকবেন, ধন্যবাদ।

  • 0Blogger Comment
  • Facebook Comment