হ্যাকারদের হাত থেকে বাচাঁর জন্য
আমরা কত কিছুই না করি। তারপরও
আমরা রক্ষা পাই না। হ্যাকারের
বাংলা শব্দ হলো চোর।
এটি কম্পিউটার্ প্রোগ্রামিংয়ের
ভাষায় ব্যবহার করা হয়। যাই হোক, এই
হ্যাকররা চোর হলেও ঈমানদার
বলা যায়। কারন, তারাই বাচাঁর উপায়
জানান দিয়েছে। অর্থাৎ আপনার
পিসি হ্যাক হওয়ার জন্য আপনি নিজেই
দ্বায়ী কারনগুলো হলো:
সহজ পাসওয়ার্ড ব্যবহার করা, ঘন ঘন
পাসওয়ার্ড পরিবর্তন করা,
ওয়াইফাইয়ের ক্ষেত্রে WPA বা WEP
ব্যবহার করা। WPA2 ব্যবহার করাই শ্রেয়,
ব্লু-টুথ অথবা ওয়াইফাই চালু রাখা,
HTTPS এর বদলে HTTP সাইট ব্যবহার করা,
এছাড়াও আমরা ফেসবুকের
ক্ষেত্রে Second verification ব্যবহার
করতে পারি ইত্যাদি কারনগুলো তুলে
ধরা হয়েছে।
তবে, আমরা সতর্ক থাকলেই কেবলমাত্র
হ্যাকারদের হাত
থেকে বাচঁতে পারবো নতুবা বিপদের
কারণ হয়ে দাড়াতে পারে।
এই অ্যাড-অনটি ব্যবহার করে সহজেই
হ্যাক থেকে বাচাঁ সম্ভব অর্থাৎ
এটাকে বলে নিরাপদ বা Secure Browsing
যা কিনা আপনার ব্রাউজ করা তথ্য
সহজেই একজন হ্যাকার হ্যাক
করতে পারবে না।
অ্যাড-অনটি ডাউনলোড করার জন্য
এই লিংকে ক্লিক করুন।