কিভাবে একটি ভেরিফাইড ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড বাংলাদেশে ফ্রী পাবেন। যা দিয়ে আপনি পেপাল ভেরিফাইড করতে পারবেন ।
১। আপনি এই লিঙ্কে প্রবেশ করুন দেখবেন যে নিচের মত একটি পেইজ আসবে।
২।সাইন আপ বাটনে ক্লিক করুন এবং সাইন আপ শুরু করুন নিচের ছবির মত করে।
৩।ছবিতে দেয়া তত্থ্য পুরণ করুন ১ নং মার্কে অবশ্যই আপনার মাস্টার কার্ড এর পিন দিবেন।এবং ২ নং এ অবশ্যই Royel mail select করবেন তাহলে আপনার মাস্টার কার্ড ফ্রী তে পাবেন ।তারপর next step এ যান ।
৪। আপনার ইমেইল আইডি আবার প্রবেশ করান এবং পাসওয়ার্ড দিন ।
৫। আপনার ইমেইল ভেরিফাই করুন ।
৬। এরপর লগইন করুন । দেখবেন নিচের মত পেইজ আসবে ।
৭। epID no আপনার মেইন ওয়ালেট আই ডি।
৮। আপনি এরপর সেটিং এ গিয়ে verification select korun . তারপর আপনার ন্যাশনাল আইডি , সার্টিফিকেট এর স্ক্যান কপি আপ্লোড করুন । এবং মোবাইল নং ভেরিফাইড করুন। নিচের মত করে।
৯।আপনি চাইলে নিজের আইপি ভেরিফাই করতে পারবেন ।
১০। কিছু দিন অপেক্ষা করুন আপনার নিকট ইমেইল আসবে আপনার একাউন্ট ভেরিফাইড।
১১।বাস আপনার কাজ শেষ ২১ দিনের মদ্ধ্যে আপনার বাসার ঠিকানায় আপনার কাংখিত মাস্টার কার্ডটি পেয়ে যাবেন। ঠিক নিচের মত করে আপনার ঠিকানায় মাস্টার কার্ড আসবে।
১২। আপনার কাছে আসা খামটি খুলুন এবং ওয়েবসাইট এ গিয়ে আপনার দেয়া পিনটি দিয়ে আপনার কার্ড এক্টিভ করুন ।
১৩। আপনি চাইলে এটি দিয়ে পেপাল ভেরিফাইড করতে পারবেন ।