যারা বিদেশে যাবেন বা আছেন তাদের জন্য একটি অতি প্রয়োজনীয় পোস্ট। যারা দেশে আছেন তারাও দেখতে পারেন, জানা থাকলে ক্ষতি নাই।
বিদেশে যাবার পর মানুষ প্রথম যে জিনিসের অভাব অনুভব করে তা হল দেশে ফোন কল করা। না থাকে সেই দেশের সিম কার্ড, না জানে কোথায় টেলিফোন কল করা যায়। আবার অনেক দেশে আছে নিষেধাজ্ঞা, যেখানে সব সিম কার্ড দিয়ে ISD কল করা যায় না । আবার কল করা গেলেও কল রেট থাকে আকাশচুম্বী। এমন সব নানা ধরণের সমস্যার সমাধান মিলবে এই পোস্ট এ......
ভাল লাগলে পুরাটা পরে শেষ করুণ......
VOIP এর মাধ্যমে আপনি দেশে বিদেশে অনায়াসে কল করতে পারবেন, মোবাইল ফোন অথবা টেলিফোনে কল করা যাবে কোন ঝামেলা ছারাই।
VOIP এর সুবিধাসমুহ গুলো হলঃ
- কল রেট অনেক কম।
- অনেক দেশে ফ্রী কল করতে পারবেন।
- দেশ-বিদেশ সবখানেই কল করা যাবে।
- আপনি কল করলে আপানার মোবাইল নাম্বার হাইড করে কল দিতে পারবেন
- আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার হাইড না করেও কল দিতে পারবেন
- কল করতে হলে সিম কার্ড এর দরকার নাই
- মোবাইল থেকে কল করা যাবে
- কম্পিউটার, ল্যাপটপ থেকে কল করা যাবে
- VOIP অ্যাকাউন্ট এর টাকা যেকোনো মোবাইল এ Top-Up করে নেওয়া যায় ।
কি কি লাগবে :
VOIP ব্যবহার করতে হলে আপনার যা যা থাকা লাগবে তা হল......
- মোবাইল অথবা ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটার
- আপনার ডিভাইসে VOIP Calling সফটওয়্যার ইন্সটল করা থাকতে হবে
- VOIP সেবাদানকারী যেকোনো একটা বেছে নিয়ে সেখানে রেজিস্ট্রেশান করতে হবে।
- VOIP অ্যাকাউন্ট এ কমপক্ষে $১০ ডলার Top-up করতে হবে (টাকা ঢোকানো ছারাও সামান্য কয়েক মিনিট ফ্রী কল করা যাবে )
- ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
এখন একটি VOIP সেবাদানকারী এর সাথে পরিচয় করিয়ে দেই.
VoipCaptain:
বিদেশ থেকে বাংলাদেশে কল করার জন্য আমার জানামতে এটিই সবথেকে বেশি সুবিধা দিয়ে থাকে। ১০ ডলার দিয়ে ২০০০ মিনিট কল করতে পারবেন বাংলাদেশ এর যেকোনো মোবাইল ফোন নাম্বার এ। প্রতি মিনিট ৩8পয়সা করে । কিন্তু এটি দিয়ে কোন দেশে ফ্রী কল করা যায় না।
এছারাও আরো অনেক VOIP সেবাদানকারী আছে , যারা একই ধরণের সেবা দিয়ে থাকে। কিছু কিছু দিয়ে আনলিমিতেড ফ্রী কল ও করা যায়। আমি কয়েকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি , যার যার পছন্দের VOIP সেবাদানকারী বেছে নিন।
- http://www.Voipstunt.com
- http://www.Voipcheap.com
- http://www.Voipdiscount.com
- http://www.Sparvoip.com
- http://www.Voipbuster.com
- http://www.Netappel.com
- http://www.Voipbuster.com
- http://www.Internetcalls.com
- http://www.Freecall.com
- http://www.Webcalldirect.com
- http://www.Poivy.com
- http://www.Lowratevoip.com
- http://www.12Voip.com
- http://www.Nonoh.net
- http://www.Justvoip.com
- http://www.Voipwise.com
- http://www.dialnow.com
- http://www.smsdiscount.com
- http://www.intervoip.com
- http://www.calleasy.com
- http://www.smslisto.com
- http://www.sipdiscount.com
- http://www.voipzoom.com
- http://www.smartvoip.com
- http://www.actionvoip.com
- http://www.voipblast.com
- http://www.jumblo.com
- http://www.rynga.com
- http://www.voipgain.com
- http://www.freevoipdeal.com
সব শেষে অনেকে VOIP অ্যাকাউন্ট এ টাকা ঢুকাতে গিয়ে ঝামেলায় পড়তে পারেন, কারণ বেশিরভাগ মানুষের ই VISA card, Master Card, Paypal নেই। সেক্ষেত্রে কি করতে হবে.........? সেক্ষেত্রে আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি সাহায্য করার জন্য চেষ্টা করব ইন-শা-আল্লাহ্।