Tuesday, July 28, 2015

আপনার এলাকায় থ্রিজি নাই… নু-চিন্তা … এই পোস্টটি আপনার জন্য

আসসালামু আলাইকুম... কেমন আছেন সবাই?
তো আর কথা বাড়িয়ে লাভ নেই... নিচের চিত্রের মত করে সরঞ্জাম গুলি সংগ্রহ করুন...
. প্লেয়ারস
. এলুমিনিয়াম এর পাতিলের ঢাকনা (বাজারে এটি ৫০ টাকা নেবে)
. এলুমিনিয়ামের ফুয়েল পেপার (এটি যেকোনো বড় মুদি দোকানে পাবেন ,আমি কিনেছিলাম ঢাকার গুলিস্তানের কাপ্তান বাজার থেকে)
. এলুমিনিয়াম এর একটি লম্বা এন্টেনা ( এটি পুরোনো রেডিওতে পাবেন অথবা ভাঙ্গারি দোকানে ১০-১৫ টাকায় কিনে নিতে পারেন)
. স্ক্রু ডাইভার
. মডেম
. ১০ মি. USB কেবল
. বাধার জন্য কিছু সুতা ও রাবার







প্রথমে এলুমিনিয়াম এর ঢাকনাটিকে ফুয়েল পেপারের উলটা পাশ দিয়ে চিত্রের মত করে মুরিয়ে নেন...
এবার রেডিওয়ের এন্টেনা টির সাথে মডেমটি টাকা বান্ডেল করার রাবার দিয়ে একসাথে জড়ো করেন...
এলুমিনিয়াম এর ঢাকনার ঠিক মাঝ খানে মডেমের লাইনটি বাহিরে বের করার জন্য পরিমান মত ছিদ্র করেন...

মডেমটিকে ধরে রাখার জন্য ঢাকনাটির একপাশ থেকে অন্য পাশ পর্যন্ত একটি কাঠি দিয়ে বাধ দেন...
চিত্রের মত মডেম টি বসিয়ে অন্য পাশ দিয়ে USB কেবলের সংযোগ দেন...

...............
যতটুকু সম্ভব উপরে একটি বাশের সাথে বেধে সেট করেন...
ব্যাস হয়ে গেলে আপনার ৩জি এন্টেনা... আমি এভাবে ২৫ কি.মি. দূর থেকে ৩জি নেটওয়ার্ক পাই...

আপনাদের সুবিধার্থে একটি ভিডিও এড করে দিলাম... https://www.youtube.com/watch?v=HNCJWOQgA1M

                                                                                                                  

                                                                                                                              শফিকুল ইসলাম
  • 0Blogger Comment
  • Facebook Comment