Saturday, October 15, 2016

মাত্র ২ ঘণ্টায় নিয়ে নিন একটি APPROVED গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট !!

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন ? পোস্টের টাইটেল দেখে হইত আপনি এতক্ষণে বেসম্বভ খুশি ? জী , ঘটনা সত্যি। যদিও আমার  অ্যাডসেন্স  অ্যাকাউন্ট আছে, তারপরও আমি অনেক খুজে দেখলাম কীভাবে, খুব তাড়াতাড়ি একটা অ্যাকাউন্ট করা যাই...... আমার ব্লগ এর জন্য...।


  • প্রথমে আপনি আপনার আইপি হাইড করে, USA অথবা UK এর আইপি দিয়ে একটা নতুন গুগল অ্যাকাউন্ট খুলুন

  • তারপর Terms & conditions এ টিক চিহ্ন দিয়ে I accept এ ক্লিক করুন... এখন আপনার YOUTUBE অ্যাকাউন্ট Monetization  এর জন্য প্রস্তুত্‌, কিন্তু আমাদের লাগবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট...। জী হা আমার মনে আছে  😀
  • এখন এইখানে ক্লিক করুনঃ http://youtube.com/account_monetization?action_adsense_connection=1 তারপর NEXT এ ক্লিক করে Yes proceed to Google Account sign in সিলেক্ট করে আপনার পাসওয়ার্ড দিয়ে লগিন করুন...  তারপর Continue তে ক্লিক করুন/...
  • এইবার আরেকটা শেষ ধাপ বাকি... এখন আপনি আপনার ১৪ ঘুস্টির নাম পূরণ করতে যাবেন না...। আপনি fakenamegenerator ব্যাবহার করে USA অথবা UK এর নাম ঠিকানা দিয়ে Submit my application a ক্লিক করুন...
  • আপনার যদি  USA অথবা UK  এর ফোন নাম্বার ভেরিফাই করতে সমস্যা হই... তাহলে আপনি আপনার বাংলাদেশের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই  করুন কোন সমস্যা নাই... আমি নিজেও এইটা করছি 😀
  • এইবার এক কাপ চা পান করতে করতে অপেক্ষা করুন ২ ঘণ্টা ... তারপর email চেক করে দেখুন...দেখেবনঃ আপনার অ্যাকাউন্ট APPROVED হই গেছে...Your Google AdSense account has been fully activated.

  •  এখন আপনি এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে আপনার ব্লগস্পট ওয়েবসাইট এ এড শো করতে পারবেন না... কোন সমস্যা নেই...
  • আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট এ যান... তারপর উপরে ইমেইল এর ডান পাশে setting  এ ক্লিক করুন তারপর access and authorization সিলেক্ট করুন,  তারপর User Management সিলেক্ট করুন, তারপর আপনি যেই ব্লগার অ্যাকাউন্ট এ এড দেখাতে চান ওই অ্যাকাউন্ট এর ইমেইল দিয়ে invite a ক্লিক করুন,
  • এইবার আপনার ইমেইল চেক করে, REQUEST ACCEPT করুন। তারপর আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটআপ করুন।
  • এইবার MY ADS থেকে AD CODE নিয়ে আপনার ওয়েবসাইট এর HTML/JAVASCRIPT  এ পেস্ট করুন...।। অথবা ADD A GADGET থেকে ADSENSE সিলেক্ট করে এড করুন।
  • এইবার ১০ মিনিট অপেক্ষা করুন 😀

  • তারপর দেখেন আপনার এড দেখাচ্ছে নাকি দেখাচ্ছে না।।
ফেসবুকে আমি
  • 0Blogger Comment
  • Facebook Comment